Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার (জানুয়ারি-মার্চ-২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় কার্যালয়

কোটচাঁদপুর,ঝিনাইদহ।

www.cooparative. kotchandpur.jhenaidah.gov.bd

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম, নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উর্দ্ধতন কর্মকর্তার পদবি, রুম, নম্বর, জেলা/উপজেলার কোডসহ, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

০১


নিবন্ধন ও উপ-আইন সংশোধন


৬০ দিন


১)আবেদনপত্র

২) ২০ (বিশ) জন সদস্য। যাদের বয়সসীমা ন্যূনতম ১৮ বছর উর্দ্ধে।

৩) পাসপোর্ট সাইজ ছবি।

৪) জাতীয় পরিচয় পত্র।

৫) নাগরিক সনদ।

৬) ঘর ভাড়ার চুক্তিপত্র। ৭) চেয়ারম্যান কর্তৃক ঘরভাড়ার প্রত্যয়নপত্র।

৮) নিবন্ধন ফি ও ভ্যাটের চালান।

৯) ইউসিও প্রত্যয়নপত্র। ১০)  সাংগঠনিক সভার রেজুলেশন।

১১) ২(দুই) বছরের সম্ভাব্য বাজেট।

১২) জমা খরচ বহি।



১। উপজেলা সমবায় কার্যালয়।


১। বিত্তহীন, ভূমিহীন ও আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত সমিতির নিবন্ধন ফি ৫০/-(পঞ্চাশ)  টাকা।

২। প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য নিবন্ধন ফি ৩০০/- (তিনশত) টাকা ট্রেজারী চালান।

৩। নিবন্ধন ফি এর ১৫% হারে ভ্যাট প্রদানের ট্রেজারী চালান।


মোঃ হারুন উর রশিদ

সহকারী পরিদর্শক

০১৭১২৭০৭০৩৩

Mdharunurrashid24@gmail.com




 মোছাঃ তহমিনা আকতার

সহকারী পরিদর্শক

০১৯৩৪৮০২৭৪৬

msttahaminaakter@gmail.com


উপজেলা সমবায় অফিসার

কোটচাঁদপুর,ঝিনাইদহ।

টেলিঃ০২৪৭৭৭৪৯০৮৯

ই-মেইলঃ uco.kotchandpurjhe@gmail.com




০২

ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন

ক) ব্যবস্থাপনাঃ

 ১। নিয়োগকৃত কমিটি (নিবন্ধনকালীন) সময় 60(ষাট)দিন।

২। অন্তবর্তী কমিটি নিয়োগের সমিতি কর্তৃপক্ষের আবেদনের ৭(সাত) দিনের মধ্যে

ক) নিবন্ধনকালীন নিয়োগকৃত কমিটির ক্ষেত্রে নিবন্ধন সংক্রান্ত কাগজ পত্র। সমিতির সদস্যের প্রমান পত্র সহ আবেদনপত্র ও ব্যবস্থাপনা কমিটির সভার কার্যবিবরনী ।



জেলা সমবায় কার্যালয়/উপজেলা সমবায় কার্যালয়


নাই








খ) অডিটঃ 

প্রতি সমবায় বর্ষে ১ জুলাই হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত। সমিতি সমূহের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রম নিরীক্ষা সম্পাদন করা হয়ে থাকে।

খ) প্রাথমিক সমিতির ক্ষেত্রে ৯মাস (জুলাই-মার্চ) কেন্দ্রিয় সমিতির ক্ষেত্রে ৬মাস (জুলাই-ডিসেম্বর)

বিগত বর্ষে ১ জুলাই হতে ৩০শে জুন পর্যন্ত হিসাব বিবরনী, ব্যাংক স্টেটমেন্ট ও প্রয়োজনীয় রেজিস্টার সমূহ এবং আয়-ব্যয় রশিদ ও ভাউচার সমূহ।


সমবায় সমিতি আইন/২০০১ (সংশোধন ২০০২ও ২০১৩) ধারা অনুসারে ফি প্রদান করে এবং ১০৭ বিধি মোতাবেক নিরীক্ষা ফি পদান করিবে।


 

 

গ) পরিদর্শনঃ 

সমিতিতে সংগঠিত যেকোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করবেন।

গ) সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৬২ বিধি মতে সমিতির উপ-আইনসহ সকল প্রকার রেকর্ডপত্র লেনদেনের হিবাব বিবরনী নির্ধারিত অন্য কোন দলিলাদি।


নাই



নাই




বিবাদ নিষ্পত্তি ও অবসায়ন

ক) বিরোধ নিষ্পত্তি :

১। ৭দিনের মধ্যে নোটিশ

     প্রদান।

২। ৬০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।

খ) অবসায়নঃ ৬ বছর।

১। আবেদনপত্র




২। নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করেন।


নাই


বিরোধ এবং আপীলের সাথে ১০০(একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

জেলা সমবায় অফিসার, উপ-নিবন্ধক(বিচার) বিভাগীয় সমবায় কার্যালয় এবং নিবন্ধক ও মহাপরিচালক স্বয়ং।





বিধিদ্বারা নিয়োগপ্রাপ্ত অবসায়ক ও

 নিবন্ধক


জেলা সমবায় অফিসার নিবন্ধক





নিবন্ধক

প্রশিক্ষণ

১(এক) দিন, ৫(পাঁচ) দিন, ১০(দশ)দিন, সর্বোচ্চ ২(দুই) মাস পর্যন্ত

১। সমিতির সদস্য পদের প্রমানক,

 ২। জাতীয় পরিচয় পত্র।

৩। শিক্ষাগত যোগ্যতা (নুনতম এসএসসি)

৪। মোবাইল নং (যদি থাকে)

সমবায় অধিদপ্তর থেকে চাহিদাপত্র মোতাবেক।

নাই

জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা

জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা

অভিযোগ নিষ্পত্তি

যত দ্রুত সম্ভব

নাই

নাই

১০০/-(একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত সহ আবেদন পত্র।

জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা

জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা